মাসিক ফ্রী রেশন সঙ্গে আরও নতুন দ্রব্য বৃদ্ধি সরকারের, কবে ও কীভাবে পাবেন? – Ration Card New Benefit

Ration Card New Benefit:  আসন্ন বিধানসভা ভোট আর এই ভোটকে কেন্দ্র করে রাজ্য এবং কেন্দ্র সরকার একাধিক নতুন প্রকল্পের সূচনা করেছেন। তার মাঝে কেন্দ্র সরকারের তরফ থেকে রাজ্যবাসীদের জন্য ৭.৫ কেজি করে চাল ও গম প্রদান করার কথা ঘোষণা করেছেন। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের (NFSA) অধীনে অন্ত্যোদয় রেশন কার্ড গ্রাহকদের (Antyodaya Ration Card) জন্য এই বড় পরিবর্তন আসতে চলেছে। যার ফলে উপকৃত হবেন রাজ্যের গরিব এবং সাধারণ পরিবার।

বর্তমানে সরকারের তরফ থেকে বিনামূল্যে যে ৫ কেজি রেশন সামগ্রিক প্রদান করা হয় তা দিয়ে সমগ্র মাস চালানো সম্ভব হয় না। আবার বহু পরিবার রয়েছে তাদের সদস্য সংখ্যা কম তাদের রেশন সামগ্রী বিশেষ থাকে না। তাই ভারত সরকার গরিব এবং সাধারণ পরিবারদের ৭.৫ কেজি করে চাল ও গম প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। তাই আপনি যদি ভারত সরকারের অতিরিক্ত রেশম সামগ্রী গ্রহণ করতে চান তাহলে প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখুন। আজকের প্রতিবেদনে ভারত সরকারের রেশন সামগ্রিক প্রদানের নতুন নিয়ম সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হয়েছে।

জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্প :

ভারতবর্ষের অধিকাংশ মানুষ নিম্ন এবং মধ্যবিত্ত, তাই সকল ভারতবাসী যাতে সঠিক পরিমাণে খাদ্য সুনিশ্চিত করতে পারে তা দেখার দায়িত্ব ভারত সরকারের। তাই ভারত সরকার দেশের সমস্ত নাগরিকদের খাদ্য সুনিশ্চিত করতে খাদ্য সুরক্ষা প্রকল্প ২০১৩ সালে গৃহীত করেন, এই আইনটি একটি বড় সামাজিক সুরক্ষা উদ্যোগ, যার মাধ্যমে অনেক নিম্নআয়ের পরিবার নিয়মিত খাদ্যশস্য সম্পূর্ণ বিনামূল্যে অথবা সাশ্রয়মূল্যে পাচ্ছেন। এর অন্তর্গত সাধারণ পরিবার গুলো মাথাপিছু মাসিক ৫ কেজি খাদ্য সামগ্রী পেয়ে থাকেন।

২০১৩ সালের আইনে অন্ত্যোদয়দের জন্য ৩৫ কেজি নির্দিষ্ট করা ছিল। তবে বর্তমানে ভারত সরকার অন্ত্যোদয় কার ধারীদের জন্য বিশেষ আইন পরিবর্তন করেছে, এই আইন অনুযায়ী পরিবার কিছু ৩৫ কেজি খাদ্য সামগ্রিক পরিবর্তে মাথাপিছু ৭.৫ কেজি খাদ্যশস্য বরাদ্দ করা হয়েছে।

জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের উদ্দেশ্য:

ভারত সরকারের জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের মূল উদ্দেশ্য হল দেশের সাধারণ এবং দুস্থ পরিবারগুলোকে বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করা। এর অন্তর্গত NFSA ২০১৩ সালে গৃহীত হয়, যার উদ্দেশ্য হলো উপযুক্ত পরিমাণ ও মানের খাদ্যশস্য সকলকে সাশ্রয়ের মূল্যে সরবরাহ করা। খাদ্য সুরক্ষা আইনটি সুবিধাকর্তাদের জন্য একটি অধিকারভিত্তিক উদ্যোগ শুধুই কল্যাণমূলক নয়, এটি ভারতবর্ষের প্রায় ২/৩ অংশ জনসংখ্যাকে সাশ্রয়মূল্যে খাদ্যশস্য পাওয়ার সুযোগ দেয়। এই প্রকল্পের মাধ্যমে Public Distribution System (PDS) একটি ন্যায্য দামী দোকান-ব্যবস্থা যার মাধ্যমে খাদ্যশস্য বিতরণ হয়।

অন্ত্যোদয় রেশন কার্ড :

অন্ত্যোদয় রেশন কার্ড শ্রেণি হলো সবচেয়ে দরিদ্র পরিবারগুলোর মধ্যে অন্যতম। দরিদ্র পরিবারগুলির জন্য এই বিশেষ শ্রেণীর BPL Ration Card বিশেষ ব্যবস্থা করা‌ হয়েছে। পূর্বে এই কার্ডের যে পরিমাণে সুবিধা প্রদান করা হতো তা যথেষ্ট নয় তাই এখন এই শ্রেণিতেও মাথাপিছু বরাদ্দ চালু করে সাম্যতা আনার চেষ্টা করা হচ্ছে।

২০১৩ সালের আইনে অন্ত্যোদয়দের জন্য ৩৫ কেজি নির্দিষ্ট করা ছিল। এখন সেই আইনে সংশোধনী আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে খবর। পূর্বে অন্তদয় কার ধারীদের পরিবার পিছু ৩৫ কেজি খাদ্যশস্য বরাদ্দ ছিল। তবে কিছু পরিবারের সদস্য সংখ্যা বেশি হওয়ায় তাদের ক্ষেত্রে এই কার্ড বিশেষ সুবিধা প্রদান করতে ব্যর্থ ছিল। ‌তবে বর্তমানে এই কার্ডে এর মাধ্যমে মাথাপিছু ৭.৫ কেজি করে খাদ্য হিসেবে বরাদ্দ করা হয়েছে। এর ফলে যে পরিবারের সদস্য বেশি তারা বেশি পরিমাণে সুবিধা পাবেন।

পশ্চিমবঙ্গে অন্ত্যোদয় রেশন কার্ডধারী পরিবারের সংখ্যা নির্দিষ্ট করা হয়েছে ১৬ লক্ষ ১৬ হাজারেরও বেশি। এই পরিবার গুলোতে মোট সদস্য সংখ্যা প্রায় ৫২ লক্ষেরও বেশি । এবার থেকে যেহেতু সদস সদস্য সংখ্যা পিছু ৭.৫ কেজি হারে খাদ্যশস্য প্রদান করা হবে। তাই এই কার ধারীদের বিশেষ সুবিধা হতে চলেছে। তাই বর্তমানে আপনার পরিবারের যদি অন্তর্দায় কার্ডের অন্তর্গত হয়ে থাকে তাহলে আগামীতে আপনারাও মাথা পিছু সাড়ে সাত কেজি হারে চাল এবং গম পেতে চলেছেন। এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল ওয়েবসাইট অথবা আপনার নিকটবর্তী রেশন ডিলারের নিকট যোগাযোগ করতে পারেন।

Leave a Comment