Business Idea: ব্যবসা করে সকলে সফল হতে চায়, তবে বর্তমানে মানুষের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে ব্যবসা মানেই লক্ষ লক্ষ টাকা ইনভেস্টমেন্ট। তাই সাধারণ ঘরের ছেলে মেয়েরা ব্যবসা করার ইচ্ছা থাকলেও টাকা পয়সার অভাবের কারণে ব্যবসায় আসতে পারেন না। তবে এমনও কিছু ব্যবসা রয়েছে যেগুলিতে কিন্তু নামমাত্র টাকা দিয়ে আপনারা শুরু করতে পারবেন। এই ব্যবসার মাধ্যমে আপনারা মাত্র ২০০০ টাকা বিনিয়োগ করে কয়েক লক্ষ টাকা উপার্জন করতে পারবেন।
আজকের প্রতিবেদনে আমরা এমনই চারটি যুগান্তকারী ব্যবসা সম্পর্কে আলোচনা করব, যেখানে মাত্র দু হাজার টাকা বিনিয়োগ করে আপনারা কয়েক লক্ষ টাকা বেনিফিট পাবেন। এই ব্যবসাটি ঘরে বসেই আপনারা সম্পূর্ণ করতে পারবেন। তাই যে সকল বেকার যুবক-যুবতী অথবা অন্য কোন কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সেই কাজের পাশাপাশি একটি ব্যবসা করবে বলে সংকল্প করেছেন তারা স্বল্প পুঁজির এই ব্যবসাটি করতে পারেন। আজকের প্রতিবেদনে আমরা এমনই চারটি অল্প পুঁজির ব্যবসা সম্পর্কে আলোচনা করতে চলেছি, আগ্রহীরা প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখে যে কোন একটি ব্যবসা করতে পারেন।
অল্প পুঁজির ব্যবসা কেন করবেন?
বর্তমান সময়ে বেকার সমস্যা ক্রমে বৃদ্ধি পাচ্ছে, এত সংখ্যক শিক্ষিত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান সরকারের পক্ষে সম্ভব নয়। তাই সরকার একাধিকবার ছোটখাটো বিনিয়োগ করার কথা বলছেন। তবে সাধারণ নিম্নবিত্ত পরিবারের কাছে ব্যবসা করার মতো বড় পূঁজি না থাকার কারণে তারা অনেক সময় হতাশাগ্রস্থ হয়ে থাকে। তবে আপনারা জানলে অবাক হবেন যে অল্প পুঁজির ব্যবসায়ী বেশি সাফল্য অর্জন করেছে। কারণ অল্প পুঁজির ব্যবসায় সাফল্যের হার বেশি ঝুঁকি কম রয়েছে। বড় পুঁজি নিয়ে ব্যবসায় নামলে যদি আপনি ব্যর্থ হন তাহলে আপনার ঘুরে দাঁড়াবার দাঁড়ানো যথেষ্ট কঠিন হয়ে ওঠে। অন্যদিকে অল্প পুঁজিতে ব্যবসায় নামলে অসফল হলে পুনরায় নতুন করে ব্যবসা শুরু করতে পারবেন। এই অল্প পুঁজির ব্যবসায় আপনারা মাত্র ২ হাজার টাকা বিনিয়োগ করে ব্যবসাটি শুরু করতে পারবেন পরবর্তীকালে ধীরে ধীরে পুজি বৃদ্ধির মাধ্যমে আপনার ব্যবসাটি বড় করতে করার সুযোগ রয়েছে।
চারটি কম পুঁজির ব্যাবসা:
১. মাত্র ২ হাজার টাকায় ব্যবসা করতে চাইলে আপনার জন্য প্রথম ব্যাবসাটি হল গৃহস্থালী সামগ্রীর প্যাকেজিং ও বিক্রি। আপনারা রান্নার মশলা, সুজি, চিনি, ডাল, আটা ইত্যাদি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিস হোলসেল মার্কেট থেকে কম দামে কিনে এনে ছোট ছোট প্যাকেটের মাধ্যমে বিক্রি করতে পারবেন।
২. অল্প পুঁজিতে আরেকটি ব্যবসা হল মশলা প্রস্তুত ও বিক্রি। এই কাজে আপনারা বিভিন্ন গুঁড়ো মরিচ, ধনে, জিরে ইত্যাদি হোলসেল মার্কেট থেকে কিনে এনে মেশিনের গুঁড়ো করে ছোট ছোট প্যাকেটের মাধ্যমে বিক্রি করতে পারবেন।
৩. এছাড়াও যাদের অনলাইন কাজের অভিজ্ঞতা রয়েছে তারা কন্টেন্ট রাইটিং, ইউটিউব ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক/ইনস্টাগ্রাম পেজ ম্যানেজমেন্টের মত কাজ করতে পারেন।
৪. ঘরে তৈরি জিনিস যেমন– মোমবাতি, হস্তশিল্প সামগ্রী, ডিজাইনার রাখি, ফেস্টিভাল গিফট বক্স ইত্যাদি সৌখিন জিনিস তড়ির মাধ্যমেও আর্থিকভাবে লাভবান হতে পারবেন।
মাসিক কত আয় :
মাত্র ২০০০ টাকার দিয়ে বিনিয়োগ শুরু করে আপনারা প্রচুর লাভ করতে পারবেন। ধরে নেওয়া যাক এই ব্যবসাটিতে আপনি যদি ২০০টি প্যাকেট বিক্রি করতে পারেন এবং প্রতি প্যাকেটে গড় লাভ হয় ২০ টাকা হয়ে থাকে, তাহলে দিনে আয় = ৪০০ টাকা হতে পারে। মাসে (৩০ দিন) আয় = ১২,০০০ টাকা আয় সম্ভব। বছরে = ১,৪৪,০০০ টাকা আয় অনায়াসে করে নিতে পারবেন। পরবর্তীকালে ধীরে ধীরে পুজি বৃদ্ধির মাধ্যমে আপনার ব্যবসাটিকে আরো বাড়াতে পারবেন।
পরিশেষে বলা যায় যারা অল্প পুজিতে ব্যবসা করার কথা ভাবছেন তারা উপরে উল্লেখিত ব্যবসা গুলির মধ্যে থেকে যেকোনো একটি পছন্দের ব্যবসা শুরু করতে পারেন। তবে ব্যবসা শুরু করার আগে আপনার লক্ষ্য রাখতে হবে আপনার এলাকার বাজারে কেমন, সেটা আগে বুঝে নিয়ে সেই অনুযায়ী ব্যবসাটি বাছাই করতে হবে। বাজার ধরার জন্য আপনাকে সর্বপ্রথমে কম দামে শুরু করে ধীরে ধীরে মান বাড়ান ও কাস্টমার অনুযায়ী মূল্য ঠিক করতে পারেন।
আপনারা চাইলেই ব্যবসা বৃদ্ধির জন্য অনলাইন প্লাটফর্ম যেমন facebook instagram youtube এর মত ভিজিটেড প্লাটফর্ম গুলি ব্যবসার প্রচার প্রসারে ব্যবহার করতে পারেন। ধীরে ধীরে আপনার ব্যবসাটি যখন বৃদ্ধি পাবে তখন একাধিক স্টাফ রেখে ব্যবসাটি পরিচালনা করতে পারবেন।











